বড় খবর: সস্তা হল পেট্রোল ও ডিজেল, খুশির হওয়া দেশজুড়ে
বাংলাহান্ট ডেস্কঃ কমল পেট্রোল (Petrol) ডিজেলের (Diesel) দাম। বেশ কয়েকদিন পর দামের এতোটা পতন হল। বুধবার এই পেট্রোল ও ডিজেলের দাম কমিয়ে আনা হয়। অর্থাৎ রবিবারের তুলায় আজকের দিনে কোন ব্যক্তি পেট্রোল ও ডিজেল কিনলে, তাঁকে অনেক কম দাম দিতে হবে। সাধারণ মানুষের কিছুটা হলেও চিন্তা কমল। সপ্তম দিনে পেট্রোল ও ডিজেলের দাম কমিয়ে আনা … Read more