পকেটে ছিল না টাকা, কীভাবে সফর শুরু হল ‘ভূমি’র? ব্যান্ডের এমন নামেরই বা কারণ কী, জানেন?
বাংলাহান্ট ডেস্ক : বাংলা ব্যান্ডের প্রসঙ্গ উঠলে যে নামটি সবার আগে মাথায় আসে তা হল ভূমি (Bhoomi)। সুরজিৎ চট্টোপাধ্যায় এবং সৌমিত্র রায়, এই দুই প্রাণপুরুষ তৈরি করেছিলেন ভূমি। মাটির গন্ধ মেশানো ফোক স্টাইলের স্বরচিত গানে ভেসে গিয়েছিল বাংলা। নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের কাছে ভূমি (Bhoomi) একটা আবেগ। আজো কলেজের তরুণ তরুণীরা গুনগুনিয়ে ওঠে ‘বারান্দায় রোদ্দুর’ কিংবা … Read more