গণপতি বাপ্পা মরিয়া ! ভারত-পাক বর্ডারে প্রচন্ড ধুমধামের সাথে পালিত হবে গণেশ চতুর্থী
গণেশের ভক্তরা অধীর আগ্রহে গণেশ চতুর্থীর অপেক্ষায় রয়েছেন। এই বছর গণেশ চতুর্থী উত্সব 2 শে সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত খুব ধুমধামের সাথে উদযাপিত হবে। দেশজুড়ে গণেশোৎসবের প্রস্তুতি পুরোদমে চলছে। জম্মু ও কাশ্মীরে জনগণ 370 অনুচ্ছেদ অপসারণের পরে চলমান উত্তেজনার মধ্যে বাপ্পাকে স্মরণ করতে জড়ো হচ্ছে। প্রতিবারের মতো এবারও গণপতি বাপ্পা মরিয়া ভারত-পাক সীমান্তে উল্লাস … Read more