অ্যামাজনের রুপকথা,যা ধ্বংসের পথে, পর্ব -৪
রাজা সাহা :-পরদিন বেলা করে হোটেল ছেড়ে পৌছে গেলাম আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্স । দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণপূর্ব উপকূলে অ্যাটলান্টিক মহাসাগরে এসে মিশেছে উরুগুয়ে ও পারানা নামের দুই নদী ।‘রিও দ্য লা প্লাটা’ নামে পরিচিত এই দুই নদীর মিলনস্থল বা মোহনার পশ্চিমকূলে অবস্থিত ষোড়শ শতাব্দীতে প্রতিষ্ঠিত আর্জেন্টিনার রাজধানী ও সর্ববৃহৎ শহর বুয়েনস আয়ার্স । বিগত … Read more