‘নকশাল কাকু, প্লিজ আমার বাবাকে ফিরিয়ে দাও’- কান্নায় ভেঙে পড়ল নিখোঁজ জওয়ানের ছোট্ট মেয়ে
বাংলাহান্ট ডেস্কঃ ছত্তীসগড়ের (chattisgarh) বিজাপুরে মাওবাদী (naxal) হামলায় নিহত জন ২২ জন সিআরপিএফ জওয়ান। তবে এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে একজন হলেন জম্মুর রাকেশ্বর সিং মানহসের। আগামী ১৫ এপ্রিলই পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও, তাঁর অপহরণের খবরে গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের প্রতিটি সদস্য থেকে শুরু করে তাঁর … Read more