সময়ের খেলা: ৮ বছর আগে যে CBI দপ্তরের উদ্বোধন করেছিলেন চিদাম্বরম, আজ সেখানেই বন্দি উনি।
আইএনএক্স মিডিয়া মামলায় সিবিআই কর্তৃক গ্রেপ্তার হওয়া প্রাক্তন অর্থমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরমকে গতকাল (বুধবার) রাতে সিবিআই সদর দফতরে কাটাতে হয়েছিল। সময়ের কি খেলা যে, উনি যে CBI বিল্ডিং উদ্বোধন করেছিলেন, সেই দপ্তরেই উনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল।কংগ্রেসের এই বরিষ্ঠ নেতাকে সারা রাত CBI এর বিল্ডিং এ রাখা হয়েছিল। এটা খুবই মজাদার … Read more