‘অন্তর থেকে শিহরিত হয়ে গিয়েছিলাম’, সেলুলার জেলে বীর সাভারকরের সেলে বসে ধ্যান করলেন কঙ্গনা
বাংলাহান্ট ডেস্ক: দেশপ্রেমী হিসেবে কঙ্গনা রানাওয়াতের (kangana ranawat) সুখ্যাতি ও কুখ্যাতি দুইই রয়েছে। বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নেকনজরে থাকতে দেশপ্রেমের ‘ভড়ং’ দেখান কঙ্গনা। তবে তাতে থোড়াই কেয়ার করেন তিনি। সদ্য তৃতীয় বারের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। তার পরেই নয়া দিল্লি থেকে সোজা আন্দামান নিকোবরের উদ্দেশে রওনা দেন তিনি। সেখানে পৌঁছেই একসময়ের … Read more