বাংলার ফুটবলে সুদিন অব্যাহত! তৃতীয়বারের জন্য আইএসএল জিতল এটিকে।

এই মুহূর্তে বাংলার ফুটবলে সুদিন চলছে, পুরো বিশ্ব করোনা জ্বরে আক্রান্ত হলেও বাংলা এই মুহুর্তে কাবু ফুটবল জ্বরে। কিছুদিন আগেই  মোহনবাগান আইলিগ জিতে ভারত সেরা হয়েছে। আর এবার আইএসএল জিতে ফের ভারত সেরা বাংলার ফুটবল ফ্রাইঞ্চজি এটিকে। এই নিয়ে তৃতীয় বারের জন্য আইএসএল জিতল এটিকে। আজ গোয়ায় ছিল আইএসএল ফাইনাল ম্যাচ, এই ম্যাচে মুখোমুখি হয়েছিল … Read more

আর কিছুক্ষন পরেই ফাঁকা গ্যালারিতে হতে চলেছে আইএসএল ফাইনাল।

বিশ্বজুড়ে করোনা আতঙ্ক, এই মুহূর্তে ভারতেও ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। তার মধ্যেই আজ হতে চলেছে আইএসএল ফাইনাল। আজ আইএসএল ফাইনালে মুখোমুখি হতে চলেছে এটিকে এফসি এবং চেন্নাই এফসি। এই দুই দলই দুবার করে আইএসএল জিতেছে অর্থাৎ বলাই যায় আজকের ম্যাচ হতে চলেছে হাড্ডাহাড্ডি। আজকের এই ম্যাচ ঘিরে পুরো দেশ জুড়ে ব্যাপক উত্তেজনা থাকলেও … Read more

X