জন্মদিনে বেলেঘাটায় সন্তান ও মাকে খুন , অভিযুক্তকে প্রায় এক যুগ পর ফাঁসির সাজা আদালতের
প্রায় এক যুগ পরে বেলেঘাটায় মা ও শিশু খুনের অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল শিয়ালদা আদালত। এরসাথেই আদালত নির্দেশ অনুসারে অভিযুক্ত সত্য সাহার স্ত্রী নন্দিতা সাহার যাব্জজীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত। ২০০৮ এর ১৪ ডিসেম্বর বেলেঘাটা জোড়ামন্দিরের কাছে খুন হয় বুলু সাহা এবং তাঁর সন্তান ইন্দ্রজিৎ। তখন ইন্দ্রজিতের বয়স মাত্র ১ বছর। সেই দিনই জন্মদিন ছিল … Read more