অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় বেকারত্ব অনেক কম, সমীক্ষায় উঠে এল তথ্য
বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের ভেঙে পড়া অর্থনীতির কারনে একের পর এক সংস্থা বহিস্কার করছে কর্মচারীদের। দেশব্যাপী এই সংখ্যাটা গত কয়েক মাসে প্রায় ১৩ কোটি পৌঁছে গিয়েছে। তবুও এই অবস্থায় কিছুটা স্বস্তিতে আছে বাংলার চাকুরিজীবিরা। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই) জানিয়েছে, বাংলায় বেকারত্ব গত মে মাসে ১৭.৩ শতাংশ ছিল। ভারতব্যাপী মে মাসে এই হার সাড়ে ২৩ … Read more