হিন্দি-বাংলা দুই ইন্ডাস্ট্রিই সামলাচ্ছেন ভরত, স্ত্রী জয়শ্রীর হিন্দি এখনো আটকে ‘খাতা হ্যায়, যাতা হ্যায়’তে
বাংলাহান্ট ডেস্ক: অবাঙালি হয়ে বাংলা সিরিয়ালে চুটিয়ে অভিনয় করছেন ভরত কল (bharat kaul)। বিয়েও করেছেন বাঙালি পরিবারে। এবারে বাংলা থেকে হিন্দির দিকে হাঁটা দিয়েছেন অভিনেতা। জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘দীপ জ্বেলে যাই’ এর হিন্দি রিমেক হয়েছে ‘রিশতো কা মাঞ্ঝা’, এ খবর তো সকলেই জানেন। নায়কের ভূমিকায় সেখানে রয়েছেন ক্রুশাল আহুজা। অবাঙালি হলেও ভরতের মতোই বাংলা সিরিয়ালে … Read more