জুতো ফিরে পেতে দাবি ৫০ হাজার, বিয়ে করতে গিয়ে কনেপক্ষের লাঠির বাড়ি খেল বর!
বাংলাহান্ট ডেস্ক : কনেপক্ষের তরফে চাওয়া হয়েছিল ৫০ হাজার টাকা। বর তার বদলে দিয়েছিলেন ৫ হাজার টাকা। আর তার জেরেই কনেপক্ষের হাতে ‘উত্তম মধ্যম’ খেতে হল বিয়ে করতে আসা বরকে। উত্তরপ্রদেশের (India) বিজনোরে সামান্য ‘জুতো লোকানো’র রীতিকে কেন্দ্র করেই ঘটে গেল ধুন্ধুমার কাণ্ড। কম টাকা দেওয়ায় নতুন বরকে ‘ভিখারি’ বলে টিটকারি শুনতে হয়। শুধু তাই … Read more