চলে গেলেন ইস্টবেঙ্গল-মোহনবাগান কাঁপানো নাইজেরিয়ান কিংবদন্তি, শোকের ছায়া ময়দানে
বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলে গেলেন ময়দান কাঁপানো নাইজেরিয়ান তারকা চিবুজোর নুয়াকানমা। একসময় ময়দানের কিংবদন্তি ফুটবলার চিমা, ক্রিস্টোফার, এমেকাদের সঙ্গে দীর্ঘদিন ভারতীয় ফুটবলে দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু আজ শুক্রবার মাত্র ৫৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ত্যাগ করতে হয় ইহলোকের মায়া। ময়দানে নিজের ছাপ ছেড়ে যাওয়া এই নাইজেরিয়ান ফুটবলার খেলেছিলেন কলকাতার তিন প্রধানেই। ময়দানে ১৯৮৫ থেকে … Read more