শ্রাদ্ধের আগের দিন মাঝরাতে বাড়ি ফিরলেন মৃত করোনা রোগী, উঠেছে হাসপাতাল গাফিলতির অভিযোগ
বাংলাহান্ট ডেস্কঃ শোকার্ত পরিবার বুকে পাথর চাপা দিয়ে শ্রাদ্ধের সমস্ত আয়োজন করেছে। শনিবারই হবে পরিবারের কর্তা শিবদাস বন্দ্যোপাধ্যায়ের শ্রাদ্ধশান্তির কাজ। কিন্তু তাঁর আগের দিন রাতেই আকাশ থেকে পড়ল গোটা পরিবার। একরাশ খুশির মুহূর্ত নেমে এল তাদের বাড়িতে। মাঝরাতে সশরীরে অ্যাম্বুলেন্সে ফিরে এলেন করোনা শিবদাসবাবু। বিরাটির (Birati) বাসিন্দা শিবদাস বন্দ্যোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে গত ৩ রা … Read more