রেফারির ভুল সিদ্ধান্ত! দশ জনের গোকুলামকে পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যার্থ ইস্টবেঙ্গল।
এমনিতেই এবারের আই লিগে ইস্টবেঙ্গলের অবনমনের ভ্রূকুটি অব্যাহত, তারপর ফের পয়েন্ট নষ্ট করলো ইস্টবেঙ্গল। গতকাল গোলামের বিরুদ্ধে 1-1 ড্র করল ইস্টবেঙ্গল। গোকুলামের কাছে আটকে যাওয়ায় এবারের আইলীগে 15 ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের সংগ্রহ মাত্র কুড়ি পয়েন্ট। এবারে শতবর্ষে পা দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব, কিন্তু শতবর্ষের আইলীগ ইস্টবেঙ্গল এর জন্য একেবারে হতাশার ভ্রূকুটি। বারবার সুযোগ নষ্টের খেসারত দিতে … Read more