এ যেন আরেক ‘বিদ্যাসাগর’! IIT প্রবেশিকায় নজরকাড়া সাফল্য আলিপুরদুয়ারের যুবকের
বাংলাহান্ট ডেস্ক : আইআইটি (জ্যাম, কেমিস্ট্রি) এন্ট্রান্সে দেশের মধ্যে ৪০তম র্যাংক করলেন আলিপুরদুয়ার জেলার রাঙ্গালিবাজনার দলদলির বাসিন্দা বিদ্যাসাগর রায়। কেমিস্ট্রি নিয়ে স্নাতকোত্তরে পড়াশুনা করার প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলেন ১৩৩৯৭ জন। এদের মধ্যে ৪০ নম্বরে রয়েছেন বিদ্যাসাগর। পরীক্ষায় জেনারেল ক্যাটিগোরির জন্য কাট অফ মার্কস ছিল ২০.৫১, ওবিসি ১৮.৪৬, তপশিলি জাতি-উপজাতিদের ১০.২৬। বিদ্যাসাগর পেয়েছেন ৫৯ নম্বর। তাঁর কথায়, … Read more