রাস্তা সম্প্রসারণে বাধা হওয়া মাজারে চলল যোগি সরকারের বুলডোজার, নীরব হয়ে দেখল জনতা
বাংলাহান্ট ডেস্ক : উত্তরপ্রদেশে (UP) আলিগড় (GT Road from Aligarh to Kanpur) থেকে কানপুর পর্যন্ত বিস্তৃত জিটি রোডের সম্প্রসারণের কাজ চলছে জোর কদমে। এই কাজের মাঝেই দানা বাঁধল বিতর্ক। অভিযোগ উঠে আসছে, বুধবার চৌবেপুর এবং শিবরাজপুরের মাঝে অবস্থিত একটি মাঝার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল উত্তরপ্রদপশ প্রশাসন। পুলিসের দাবি মাঝারটি হাইওয়ের সম্প্রসারণের মাঝে পড়ে গিয়েছিল। তাই … Read more