টানা ৩ ঘণ্টা…! ‘র্যাগিং’ শেষে লুটিয়ে পড়লেন মেডিক্যাল পড়ুয়া! হস্টেলের ছাদেই যা হল…
বাংলা হান্ট ডেস্কঃ ফের র্যাগিংয়ের শিকার এক পড়ুয়া! এবার এক মেডিক্যাল ছাত্রের (Medical Student) মৃত্যু ঘিরে তোলপাড় দেশ। অভিযোগ, র্যাগিংয়ের জেরে প্রাণ গিয়েছে তাঁর। রোদের মধ্যে একটানা ঘণ্টার পর ঘণ্টা তাঁকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এরপরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। র্যাগিংয়ের শিকার প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়া (Medical … Read more