পাকিস্তানের নির্বাচনে এই প্রথম কোনও হিন্দু তরুণী! মনোনয়ন জমা দিয়ে ইতিহাস সৃষ্টি মহিলা চিকিৎসকের
বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি। প্রথমবারের মতো কোনো হিন্দু প্রার্থী হয়ত লড়তে চলেছেন এই খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলায়। সবীরা প্রকাশ প্রার্থী হতে চলেছেন খাইবার পাখতুনখোয়ার বুনের পিকে-২৫ আসন থেকে। তিনি লড়াই করবেন পিপিপি-র প্রার্থী হয়ে। মনোয়ন জমা দেওয়া হলেও সবীরা প্রকাশের প্রার্থীপদে শিলমোহর এখনো দেয়নি পিপিপি-র শীর্ষ … Read more