হংকংয়ের হারে কিঞ্চিৎ হতাশ হলেও বান্ধবীকে স্টেডিয়ামেই প্রপোজ করে দর্শকদের মন ছুঁলেন এই ক্রিকেটার
বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল ভারতের বিরুদ্ধে হেরে গিয়েও হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিয়ে ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছে হংকং। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে দীর্ঘ সময় অব্দি ভারতের রান রেটকে নিয়ন্ত্রণের মধ্যে রেখেছিলেন আয়ুস শুক্লারা। কিন্তু শেষ থেকে সূর্যকুমার যাদবের তাণ্ডবের কোনও জবাব ছিল না হংকং বোলারদের কাছে। কাল শেষ তিন ওভারে ৫৪ রান তুলেছিল ভারতীয় … Read more