ভোররাতে রাজস্থানের পালিতে লাইনচ্যুত সূর্যনগরী এক্সপ্রেস, আহত ১০
বাংলা হান্ট ডেস্কঃ সোমবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা। রাজস্থানের (Rajasthan) পালির (Pali) কাছে সূর্যনগরী এক্সপ্রেসের (Suryanagari Express) আটটি বগি লাইনচ্যুত। পালির রাজকিয়াওয়াসে ভোর ৩.২৭ নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। ঘটনায় এখনো পর্যন্ত ১০ জন যাত্রীর আহত হওয়ার খবর রয়েছে। কী জানা যাচ্ছে? বান্দ্রা টার্মিনাস থেকে ছেড়ে ট্রেনটি যাচ্ছিল যোধপুরের দিকে। সেখানেই যাত্রাপথে হঠাৎ ঘটে এই দুর্ঘটনা। … Read more