নজিরবিহীন কাণ্ড! ধড় থেকে আলাদা হয়ে যাওয়া মাথা জুড়ে বালককে বাঁচালেন চিকিৎসকেরা
বাংলাহান্ট ডেস্ক : দুর্ঘটনায় করোটির সঙ্গে মেরুদণ্ডের সংযোগকারী হাড় স্থানচ্যুত হয়ে গিয়েছিল সুলেইমান হাসানের। ওয়েস্ট ব্যাঙ্কের বাসিন্দা ১২ বছরের সুলেইমান। সাইকেল চালানোর সময় তাকে একটি গাড়ি দ্রুতগতিতে এসে ধাক্কা মারে। সেই ধাক্কার ফলে সুলেইমানের ধড় ও করোটির সংযোগস্থল থেকে করোটি আলাদা হয়ে যায়। এরপর তড়িঘড়ি তাকে ‘এয়ার লিফ্ট’ করে আনা হয় দক্ষিণ-পশ্চিম জেরুসালেমের এইন কেরেমের … Read more