চাকরি পেতে গভীর জঙ্গলে বৈঠক সারল প্রাক্তন মাওবাদীরা, হুঁশিয়ারি দিল সরকারকেও
বাংলা হান্ট ডেস্কঃ তাদের কেউ লিংক ম্যানের কাজ করেছিলেন, কারোর বা নাম রয়েছে পুলিশের খাতায়। কিন্তু মূল স্রোতে ফেরার পরেও মিলছে না সরকারি চাকরি বা প্যাকেজ। যার জেরে ফের একবার গভীর জঙ্গলে মিটিং করলেন প্রাক্তন মাওবাদীরা। উপস্থিত হয়েছিলেন প্রায় ৫০-৬০ জন। পুরনো সুরেই ফের একবার এদিন নিজেদের দাবি তুলে ধরেন তারা। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম, জামবনি, … Read more