বঙ্গ RSS-র বর্ষীয়ান প্রচারক কেশব দীক্ষিতের জীবনাবসান, শোকের ছায়া বিজেপিতে

বাংলা হান্ট ডেস্কঃ আরএসএস-এর (RSS) বর্ষীয়ান প্রচারক কেশব রাও দীক্ষিতের (Keshav Dixit) প্রয়াণে শোকের ছায়া বিজেপিতে (Bharatiya Janata Party)। এদিন সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেন তিনি। মৃত্যু কালে বয়স হয়েছিল ৯৮। কেশবজীর প্রয়াণে ইতিমধ্যে বিরোধী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পাশাপাশি অন্যান্য একাধিক নেতা কর্মীরা শোকজ্ঞাপন করেছেন। উল্লেখ্য, কেশব দীক্ষিত জন্মগ্রহণ করেন ১৯২৫ সালে। … Read more

X