‘অভিনয় পারে না, তোতলা’, খাদান-এর সাফল্যের মাঝেই অভিমানী দেব, ‘কেউ পাত্তা দেয়নি…’
বাংলাহান্ট ডেস্ক : টলিপাড়ায় কান পাতলেই এখন শুধু ‘খাদান’এর গর্জন। বাংলা ছবির জগতে পরপর রেকর্ড ভেঙে দাপিয়ে ব্যবসা করছে দেবের (Dev) ছবি। অভিনেতা ভালো করেই বুঝিয়ে দিয়েছেন, টলিউডের নয়া ‘বাপ’ এখন তিনিই। কিন্তু কেরিয়ারের আকাশছোঁয়া সাফল্য, অনুরাগীদের অফুরন্ত ভালোবাসার মধ্যেও হঠাৎ তাঁর কণ্ঠে শোনা গেল অভিমানী স্বর। বললেন, ‘কেউ পাত্তাই দেয়নি আমাকে’। খাদান সাফল্যের মাঝেই … Read more