জঙ্গি সংগঠনের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, সহযোগীদের গুলিতে খতম ‘অসমের বিরাপ্পান”
বাংলা হান্ট ডেস্কঃ অসমের কার্বি আংলং জেলায় রবিবার জঙ্গি সংগঠন ইউনাইটেড পিপলস রেভুলোশনারি ফ্রন্ট-এর (UPRF) প্রধান কম্যান্ডারকে তাঁদেরই সহযোগী জঙ্গিরা মেরে ফেলেছে। UPRF-এর প্রধান অসমের বিরাপ্পান বলে পরিচিত ছিল। পুলিশ জানায়, জেলার খেঙ্গপিবুং এলাকায় শনিবার সংগঠনের মধ্যেই গোষ্ঠী সংঘর্ষ বেঁধে যায়। আর রবিবার রাতে অসমের বিরাপ্পান বলে খ্যাত Mangin Khalhau-এর মৃত্যু হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, … Read more