মাথাপিছু ৭০ এবং ৭৫ পয়সা! পাতে কি পড়বে? মিড–ডে মিলের বরাদ্দ নিয়ে জোর তরজা
বাংলা হান্ট ডেস্কঃ মাথাচাড়া দিয়ে উঠেছে মূল্যবৃদ্ধি। ডিম থেকে শাক-সবজি, রান্নার তেল থেকে রান্নার গ্যাস সবেরই দামে আগুন। এরই মাঝে দীর্ঘ দু’বছর পর মিড–ডে মিলের (Mid day Meal) বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও তা না বাড়ারই সমান। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক দুই খাতে মাথাপিছু ৭০ এবং ৭৫ পয়সা করে বাড়ানো হচ্ছে মিড–ডে মিলের বরাদ্দ। আর … Read more