বাংলাহান্ট ডেস্ক: কথা দিয়েও প্রতিশ্রুতি ভাঙলেন মিকা সিং (Mika Singh)। বাংলার মেয়ে প্রান্তিকা দাসের (Prantika Das) সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে আশা জাগিয়েছিলেন তিনি। কিন্তু স্বয়ম্বরে শেষমেষ নিজের প্রাক্তন বান্ধবী আকাঙ্খা সিং পুরিকেই বেছে নেন বলিউড গায়ক। মঞ্চে বিয়ে না করলেও আকাঙ্খাকেই হবু স্ত্রী হিসাবে স্বীকার করে নিয়েছেন মিকা। এদিকে গোটা বিষয়টায় ভেঙে পড়েছেন প্রান্তিকা।
কলকাতার মেয়ে প্রান্তিকা। বিনোদন জগতের সঙ্গে যুক্ত তিনি। বাংলা এবং দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন প্রান্তিকা। সম্প্রতি দেব রুক্মিনী অভিনীত ‘কিশমিশ’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। শোতে প্রথম থেকেই মিকার নজর কেড়ে নিয়েছিলেন প্রান্তিটা। তাঁর মিষ্টি ব্যবহার, সুন্দর গানের গলা মুগ্ধ করেছিল মিকাকে। প্রান্তিকার কণ্ঠে বাংলা গান বেশ পছন্দ করেছিলেন তিনি।
কিন্তু তা সত্ত্বেও ফাইনাল পর্বে সিদ্ধান্ত বদলালেন মিকা। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে প্রান্তিকা অভিযোগ করেন, প্রতিযোগিতায় স্বচ্ছতা ছিল না। তিনি, নীত শোয়ের প্রথম দিক থেকে ছিলেন। আকাঙ্খা ঢুকেছিলেন ওয়াইল্ড কার্ড এনট্রি হয়ে, মিকার ইচ্ছায়। সেই যদি বান্ধবীকেই বউ বানাতে হয় তাহলে এই স্বয়ম্বরের নাটকটার কী দরকার ছিল? প্রশ্ন প্রান্তিকার।