চন্দ্রযান-৩ এর দায়িত্বে ভারতের ভারতের এই ‘রকেট ওম্যান’, চেনেন ISRO-র বিজ্ঞানী ঋতুকে?
বাংলা হান্ট ডেস্ক: চন্দ্রযান ৩ মিশনের (Mission Chandrayaan-3) দোরগোড়ায় ইসরো (ISRO)। আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরেই ঠিক দুপুর ২ টো ৩৫ মিনিটে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রযান-৩। এই মূহুর্তে গোটা দেশবাসীর একটাই কামনা, এবার যেন সফল হয় বহু প্রতীক্ষিত মিশন। আর এই ঐতিহাসিক দিনে গোটা বিশ্বের নজর ভারতের দিকে। প্রসঙ্গত উল্লেখ্য, শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান … Read more