ভিন ধর্মে ভালোবাসার মূল্য চোকাতে হল মিঠুনকে, বাড়িতে ঢুকে বোনের প্রেমিককে কুপিয়ে খুন করল দাদা
বাংলাহান্ট: শেকসপিয়রের “রোমিও অ্যান্ড জুলিয়েট” কখনোই প্রেমের নাটক হিসাবে চর্চিত নয়, চর্চিত নিষ্পাপ ভালোবাসার করুণ পরিণতির জন্য, চর্চিত দুই বিরোধী শক্তির রেষারেষির মাঝখানে এক ভালোবাসার গণহত্যার ঘটনায়। সেইবার ট্রাজেডি নেমে এসেছিল মঞ্চের উপর। এবার যেনো শেকসপিয়রের কথায় পৃথিবী নামক রঙ্গমঞ্চে তারই খানিক জলজ্যান্ত আড্যাপ্টেশন। ১১ই মে, বুধবার। সাকির তিন বন্ধুকে নিয়ে ঢুকে পড়ে মিঠুন ঠাকুরের … Read more