‘ক্রমাগত উন্নয়নের ধুলোয় চাপা পড়ছে সবুজায়ন!’ রাজ্যকে সতর্কতা জারি করল জাতীয় পরিবেশ আদালত
বাংলা হান্ট ডেস্কঃ মহানগরী! যেদিকেই নজর পরবে ছেয়ে গেছে পাহাড়প্রমান অট্টালিকা। উঁচু উঁচু ইমারত, শপিং মল, প্রশস্ত রাস্তাঘাট। চলতি বছরে ইতিমধ্যেই ‘দূষণের শিরোপা ‘ অর্জন করেছে তিলোত্তমা। হেলথ এফেক্ট ইনস্টিটিউটের স্টেট অফ গ্লোবাল এয়ার-এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির তালিকায় দু নম্বরে স্থান করে নিয়েছে শহর কলকাতা। অর্থাৎ, গড় বার্ষিক দূষণের পরিপ্রেক্ষিতে দিল্লি ও … Read more