শিশুশ্রম থেকে বদলে গিয়েছে জীবন, ডায়ানা পুরষ্কার ভূষিত হয়েছেন ঝাড়খন্ডের নীরজ
বাংলাহান্ট ডেস্কঃ ঝাড়খণ্ডের (Jharkhand) গিরিডিহ জেলার দুলিয়াকারম গ্রামের বাসিন্দা, নীরজ মুর্মু। যুক্তরাজ্যের সম্মানিত ডায়ানা অ্যাওয়ার্ড ২০২০ পেয়েছেন তিনি। প্রাক্তন শিশু শ্রমিক, ২১ বছর বয়সী নীরজ মুর্মু দরিদ্র ও প্রান্তিক শিশুদের শিক্ষার জন্য এই পুরষ্কার পেয়েছেন। এই পুরষ্কার প্রতিবছর ০৯ থেকে ২৫ বছর বয়সের শিশু এবং তরুণদের দেওয়া হয়, যারা নেতৃত্বের সম্ভাবনা দেখিয়ে সামাজিক পরিবর্তনে অসাধারণ … Read more