দম থাকলে গ্রেফতার করে দেখাক, পুলিশকে গ্রেফতারির চ্যালেঞ্জ ছুড়লেন রোদ্দুর রায়

বাংলাহান্ট ডেস্কঃ তিনি ইউটিবার। রবীন্দ্রসঙ্গীতকে ( Rabindranath’s music) বারবার বিকৃত করেছে। কিন্তু,  সম্প্রতি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিতর্কের মুখে পড়েছে রোদ্দুর রায়। তার গান নিয়ে যে ঝড় উঠল তা একেবারেই চোখে পড়ার মত।  সেই রোদ্দুর রায়ের নামে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  পুলিশকে ওপেন চ্যালেঞ্জ করে রোদ্দুর রায় বলেন, দম থাকলে গ্রেফতার করে দেখা।     … Read more

X