অবশেষে জট কেটে হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা,স্টল বুকিং করতে হবে অনলাইনে
সৌতিক চক্রবর্তী,শান্তিনিকেতন,বীরভূমঃ অবশেষে প্রাথমিকভাবে জট কেটে শান্তিনিকেতনে হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা। তবে এই বছর মেলা হচ্ছে চারদিনের। এছাড়া,স্টল বুকিং করতে হবে অনলাইনে। পরিবেশ আদালতের কথা মাথায় রেখে এবার পৌষমেলায় একগুচ্ছ বিধিনিষেধ থাকছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে। শান্তিনিকেতনের পৌষমেলা প্রধানত ব্রাহ্মমেলা হিসাবে পরিচিত। ১৮১৮ সালে ৮ মার্চ মহর্ষি ন্যাস বা ট্রাস্ট ডিডে দেবেন্দ্রনাথ ঠাকুর পৌষমেলা সম্পর্কে স্পষ্ট উল্লেখ … Read more