বন্ধুর হাতে ফোন দিয়েই নদীতে ঝাঁপ দেন তিনি! ১০ জনকে বাঁচিয়ে নিজের অভিজ্ঞতা জানালেন মহম্মদ মানিক
বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের বিজয়া দশমী (Bijoya Dashami) “অভিশপ্ত” হয়ে রইল রাজ্যবাসীর কাছে। প্রতিমা বিসর্জনের সময়ে জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারের মাল নদীতে আচমকাই আসা হড়পা বানে জলের তোড়ে ভেসে গিয়ে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, নিখোঁজ রয়েছেন অনেকে। দুর্গাপুজোর শেষ দিনে এই ভয়াবহ ঘটনায় শোকস্তব্ধ রাজ্যবাসী। তবে, ওই বিপদের সময়েই কার্যত “ত্রাতা”-র ভূমিকায় … Read more