৫ মাসের অন্তরে ফের মিড–ডে মিলের বরাদ্দ বাড়াল কেন্দ্র, মাথাপিছু কত করে হল? দেখুন হিসেব
বাংলা হান্ট ডেস্কঃ মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে ওঠায় দায় হয়ে দাঁড়াচ্ছে। চাল-ডাল, ডিম থেকে শাক-সবজি, রান্নার তেল থেকে রান্নার গ্যাস সবেরই দামে আকাশছোঁয়া। এরই মাঝে মিড–ডে মিলের (Mid day Meal) বরাদ্দ বাড়াল কেন্দ্রীয় সরকার। জানিয়ে রাখি, প্রাক প্রাথমিক ও প্রাথমিকে ৩৯ পয়সা এবং উচ্চ প্রাথমিক মাথাপিছু ৮৮ পয়সা করে বাড়ানো হচ্ছে মিড–ডে মিলের বরাদ্দ। মিড–ডে … Read more