কবি শঙ্খ ঘোষ; ক্ষমতার বিরুদ্ধে স্বরায়ন

তন্ময় সাহাঃ  “এই তো জানু পেতে বসেছি, পশ্চিম আজ বসন্তের শূণ্য হাত – ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক।” আধুনিক বাংলা কাব্যে সমাজ সচেতনতা ও দায়বদ্ধতার আরেক নাম শঙ্খ ঘোষ। রাষ্ট্রে যখনই স্বৈরাচারী তার থাবা বসাতে চেষ্টা করেছে তখনই গর্জে উঠেছে তার কলম। কিন্তু চল্লিশের সুভাষ মুখোপাধ্যায় কিংবা পূর্ববর্তী নজরুল ইসলামের … Read more

X