মণিপুরে জঙ্গি হামলায় নিহত, কফিনবন্দী হয়ে বাড়ি ফিরলেন বাঙালি জওয়ান! বাঁকুড়ায় শোকের ছায়া
বাংলাহান্ট ডেস্ক : অবশেষে বাড়ি ফিরল জঙ্গি হানায় নিহত জওয়ানের কফিন বন্দী দেহ। বাঁকুড়ার সিআরপিএফ জওয়ান অরূপ সাইনি। মণিপুরের (Manipur) বিষ্ণুপুরের নারানসেনায় জঙ্গি হানায় নিহত হন তিনি। আজ তাঁর মরদেহ ফিরলো গ্রামের বাড়িতে। গ্রামের ছেলেকে শেষ একবারের জন্য চোখের দেখা দেখতে জওয়ানের বাড়িতে হাজির এলাকার মানুষজন। গান সেলুটে বিদায় জানানো হলো শহিদ জওয়ানকে, সঙ্গী শুধুই … Read more