বিলুপ্ত হতে চলা চড়ুই পাখি ও কচ্ছপকে রক্ষা করতে অভিনব কাজ করেন এই হিরো
বাংলাহান্ট ডেস্কঃ গ্রাম থেকে লুপ্ত হওয়া চড়ুই (Sparrow) ফিরিয়ে আনতে প্রতিপালনের কজ শুরু করলেন ওড়িশার (Odisha) রবীন্দ্র সাহু। চিত্রগ্রাহক বন্ধু লিঙ্গরাজ পান্ডা পাখির ছবি তুলতে গিয়ে অভাব বোধ করেন। বিষয়টি রবীন্দ্র সাহুকে জানাতেই তিনি চড়ুই পাখি সংরক্ষণের কাজে এগিয়ে আসেন। ১১ টা দিয়ে শুরু করে আজ তাঁদের সংরক্ষণে প্রায় ৩০০ চড়াই পাখি রয়েছে। অলিভ রিডলি … Read more