বাংলাহান্ট ডেস্ক: গোপন কথাটি রবে না গোপনে… এমনি ধনুকভাঙা পণ করেছেন আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) স্ত্রী তাহিরা কাশ্যপ (Tahira Kashyap)। যা স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিগত বিষয় সেসব একহাট লোকের মাঝখানে এনে ফেললেন তিনি। নিজেদের যৌনজীবন নিয়ে আস্ত একখানা বই লিখে ফেলেছেন তাহিরা। তাতে প্রতি পৃষ্ঠায় তারকা দম্পতির উদ্দাম যৌনজীবনের ফিরিস্তি!
তাহিরার বইয়ের নাম ‘দ্য সেভেন সিনস অফ বিইং এ মাদার’। সে বইতে তাহিরা ফাঁস করেছেন নিজেদের বেডরুম সিক্রেট। মেয়ের জন্য বুকের দুধ পাম্প করে রাখতেন তিনি। কিন্তু সন্তানের কপালে কিছুই জুটত না। কারণ সবটা খেয়ে নিতেন স্বামী আয়ুষ্মানও। এখানেই শেষ নয়। এক সন্তানের জন্মের পরেও দিব্যি মধুচন্দ্রিমায় গিয়েছিলেন আয়ুষ্মান তাহিরা। সেখানে আনন্দ হয়নি একটুও।
তাই ফেরার সময়ে মাঝ আকাশে বিমানের মধ্যেই মিলিত হয়েছিলেন দুজনে। হ্যাঁ, এসবই নিজের বইতে লিখেছেন তাহিরা। যৌনতা নিয়ে ছুঁতমার্গ না তিনি নিজে করেন, আর না পছন্দ করেন স্বামী আয়ুষ্মান। তাই বলে বই লিখে ফেললেন তাহিরা!
সে বই পড়েছেন আয়ুষ্মান? সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেতা জানান, তিনি নিজে ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন। স্ত্রীর লেখা বই তিনি পড়েননি। সঙ্গে তিনি এও বলেন, পাঠকদের কাছে বইটাতে প্রচুর বিনোদনের যোগান রয়েছে। কিন্তু তিনি নিজে ওই পাঠকদের মধ্যে পড়েন না।
তবে স্ত্রীর কাণ্ডে খুব বেশি রাগও করেননি আয়ুষ্মান। তাঁর স্পষ্ট বক্তব্য, বৌ আর তিনি একেবারে আলাদা দুজন মানুষ। তাহিরার যা ইচ্ছা তাই করতে পারে। তবে তিনি বইটি পড়তে আগ্রহী নন, পরিস্কার জানান আয়ুষ্মান।
দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করেছেন আয়ুষ্মান তাহিরা। ২০০৮ সালে বিয়ে করেন তাঁরা। দুই সন্তান রয়েছে তাঁদের বিরাজবীর এবং বরুষ্কা। উল্লেখ্য, এটা প্রথম নয়। এর আগেও নিজেদের যৌন জীবন নিয়ে মুখ খুলেছিলেন তাহিরা। যৌনতাকে শরীরচর্চার সঙ্গেও তুলনা করেছিলেন তিনি।