বিরাট-অনুষ্কার পরিবারে নতুন সদস‍্য, দ্বিতীয়বার মা হচ্ছেন করিনাও! তৈমুরের জনপ্রিয়তা শেষ? তুমুল ট্রোল নেটদুনিয়ায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার সকালেই সুখবর জানিয়েছেন বিরাট কোহলি (virat kohli) ও অনুষ্কা শর্মা (anushka sharma)। অবশেষে প্রতীক্ষিত খবর জানালেন তাঁরা। মা হতে চলেছেন অনুষ্কা। আগামী বছর জানুয়ারিতেই আসছে পরিবারে নতুন সদস‍্য।

অপরদিকে কিছুদিন আগেই কাপুর ও খান পরিবারেও লেখেছে খুশির হাওয়া। দ্বিতীয় প্রেগনেন্সির খবর দিয়েছেন করিনা কাপুর খান (kareena kapoor khan)। উপর্যুপরি দুই খুশির খবরে উত্তেজনায় ফুটছে নেটিজেনরা। তার পাশাপাশিই শুরু হয়েছে করিনার প্রথম সন্তান তৈমুরকে (taimur ali khan) নিয়ে ট্রোল (troll)।

এতদিন কার্যত সোশ‍্যাল মিডিয়ায় রাজ করে এসেছে তৈমুর। মিষ্টি ছোটে নবাব জন্মের পর থেকেই হয়ে ওঠে সকলের চোখের মণি। সোশ‍্যাল মিডিয়ায় রীতিমতো উন্মাদনা শুরু হয় তৈমুরকে নিয়ে। কিন্তু এবার বলিউডে নতুন দুই তারকা সন্তানের আগমনের পর কি একটু হলেও কমতে পারে তৈমুরের জনপ্রিয়তা? সেই নিয়েই শুরু হয়েছে দেদার ট্রোল।

এরই মধ‍্যে আবার ভাইরাল হয়েছে করিনার শাশুড়ি শর্মিলা টেগোরের পুরনো একটি ভিডিও যেখানে বিরুষ্কার সন্তানের ব‍্যাপারে বলতে শোনা গিয়েছে তাঁকে। তৈমুরের এই অত‍্যধিক জনপ্রিয়তার বিষয়ে বলতে গিয়ে বর্ষীয়ান অভিনেত্রী বলেন, বিরাট অনুষ্কার সন্তান হলেই সম্ভবত তৈমুরকে নিয়ে মানুষের উন্মাদনা একটু কমবে।

 

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই সুখবর জানিয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। দুজনে একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, এবার দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। জানুয়ারিতেই আসতে চলেছে নতুন অতিথি। তারপর থেকেই শুভেচ্ছার ঢল নেমেছে নেটদুনিয়ায়।

https://www.instagram.com/p/CEYZINOpd53/?igshid=3ij4mws7c7dn

 

অপরদিকে সারা আলি খানের জন্মদিনে একটি যৌথ বিবৃতিতে করিনা ও সইফ বলেন, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে। শুভাকাঙ্খীদের অসংখ‍্য ধন‍্যবাদ তাদের ভালবাসা ও শুভকামনার জন‍্য।”

সম্পর্কিত খবর

X