ছেলে বাবাকেও ছাড়ে না, রাগের মাথায় সইফকেই ঘুঁষি মেরে বসল তৈমুর! ভিডিও দেখে হতবাক নেটিজেনরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ছোটবেলায় মিষ্টি হাবভাবের জন‍্য ভাইরাল হত তৈমুর আলি খান (Taimur Ali Khan)। করিনা ও সইফের (Saif Ali Khan) বড় ছেলের থেকে মিষ্টি স্টার কিড নাকি আর কেউ নেইই, দাবি করেছিলেন অনেকেই। কিন্তু বড় হতেই সে মিষ্টত্ব উধাও। তৈমুরের এখন নাকের ডগায় রাগ! যখনি কোনো ভিডিও ভাইরাল হয় সেখানেই অভদ্রতা করতে দেখা যায় তাকে। এবার বাবা সইফকেও ঘুঁষি মেরে বসলো তৈমুর।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমেই বাবার সঙ্গে ঝগড়া বাঁধিয়েছে তৈমুর। কোনো একটি বিষয় নিয়ে কিছুতেই ছেলেকে বুঝিয়ে উঠতে পারছেন না সইফ। রেগেমেগে শেষে বাবার পায়ে দুম করে এক ঘুঁষি মেরে দেয় ‘বড়ে নবাব’। পাপারাৎজিকে ভ্রূক্ষেপও করে না সে।


ভিডিওটিতে অনেকে অনেক রকম মন্তব‍্য করেছেন। কয়েকজনের মতে, এটা শিশুদের স্বভাব। সমস্ত বাচ্চারাই এমন জেদ করে থাকে। এতে তৈমুরের সমালোচনা করার কিছুই নেই। আবার একাংশ এখানে সইফ করিনার দোষ দেখতে পেয়েছেন। ছেলেকে সঠিক শিক্ষা দিচ্ছেন না মা বাবা, উঠেছে এমন অভিযোগ। কয়েকজন আবার কটাক্ষ করেছেন, বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান হল তৈমুর।

কিছুদিন আগেই এমনি একটি ভিডিও ভাইরাল হয়েছিল তৈমুরের। দেখভালের জন্য নিযুক্ত আয়াকে রীতিমতো আঙুল উঁচিয়ে ধমকাতে দেখা গিয়েছিল তৈমুরকে। বাড়ি থেকে বেরোনোর সময়ে আঙুল তুলে আয়াকে সে ইংরেজিতে বলে, “আমাকে একদম ছোঁবে না!”

https://www.instagram.com/reel/CawLzHZKXmI/?utm_medium=copy_link

ছেলের সামনে সামনেই হাঁটছিলেন বেবো। ছেলের উদ্ধত চিৎকার শুনেও কোনো হেলদোল দেখা যায়নি তাঁর মধ্যে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটনাগরিকদের একাংশ। একজন প্রশ্ন করেছেন, বাড়িতেও কি কর্মচারীদের সঙ্গে এভাবেই কথা বলেন করিনারা? আঙুল উঁচিয়ে? আরেকজন অভিযোগ করেছেন, ছেলেকে একটুও ভাল শিক্ষা দিতে পারেননি করিনা। উলটে অহংকারী তৈরি হয়েছে তৈমুর।

X