করিনা-সইফের সঙ্গে রঙ খেলল তৈমুর, মুহূর্তে ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে ‘ছোটে নবাব’  বলে যিনি পরিচিত তিনি হলেন তৈমুর আলি খান। তারকা সন্তানদের মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে নিঃসন্দেহে তৈমুরই সবার আগে থাকবে। এই ছোট্ট বয়সেই সবার থেকে স্পটলাইট কেড়ে নিতে তার জুড়ি নেই। এমনকি বাবা মা সইফ আলি খান ও করিনা কাপুর খান সঙ্গে থাকলেও তৈমুরের দিকেই আগেই চোখ যায় পাপারাৎজির। এই নিয়ে করিনা, সইফ বহুবার অসন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি।

taimur ali khan is the new internet sensation heres why

তৈমুর যাই করুক না কেন সব দিকেই কড়া নজার থাকে পাপারাৎজি সহ নেটিজেন দের। তাই হোলির দিন ছোটে নবাব হোলি খেলবে কি না সেই বিষয়ে যে সবার আগ্রহ থাকবে সেটা বলাই বাহুল্য। তবে নেটিজেনদের হতাশ করলেন না তৈমুর। হোলির দিন সকাল সকালই দেখা মিলল তার। পরনে সাদা পাঞ্জাবী, মাথায় টুপি, হাতে রঙের বাক্স নিয়ে হোলি খেলতে হাজির ছোট্ট তৈমুর। সঙ্গে মা করিনা ও বাবা সইফ। তাঁদেরও দেখা গেল সাদা পোশাকে।

https://www.instagram.com/p/B9i-eFFHiGD/?utm_source=ig_embed

করিনা সইফের সঙ্গে হোলি খেলতে চলে গেলেও কিছুক্ষণের পরেই বেরিয়ে আসে তৈমুর। মুখে বা হাতে তেমন রঙ না থাকলেও হোলি খেলে যে বেশ সন্তুষ্ট সে তা দিব্যি বোঝা যায়। অপরদিকে গালে রঙ লাগিয়ে পাপারাৎজির জন্য পোজও দেন করিনা সইফ। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল। মুহূর্তের মধ্যে বহু মানুষ দেখে ফেলেছেন তৈমুরের রঙ খেলা। শেয়ারও করেছেন প্রচুর মানুষ।

https://www.instagram.com/p/B9i5cM4HMrH/?utm_source=ig_embed

প্রসঙ্গত, এর আগে তৈমুরের জনপ্রিয়তা নিয়ে মুখ খুলেছিলেন শর্মিলা ঠাকুর। তাঁর মতে, অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির সন্তান হলে তবেই হয়তো একটু রেহাই পেতে পারে তৈমুর। কিন্তু এখনো পর্যন্ত তেমন সম্ভাবনার কথা শোনা যায়নি। তাই একাই রাজত্ব করছে ছোট্ট তৈমুর।

Niranjana Nag

সম্পর্কিত খবর