পারেনি ইরান, করে দেখাল তাজিকিস্তান! এলিয়েন পোশাক আখ্যা দিয়ে দেশে ব্যান হিজাব

বাংলাহান্ট ডেস্ক : এবার মুসলিম অধ্যুষিত দেশেই আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হলো হিজাব (Hijab)। ১৯শে জুন বুধবার মধ্য এশিয়ার তাজিকিস্তানের (Tajikistan) সংসদের উচ্চকক্ষের মজলিসি মিলির অষ্টাদশ অধিবেশনে এই আইন পাস করা হলো। এদিনের অধিবেশনে হিজাব সম্পর্কিত বিল উত্থাপন করা হলে সংখ্যাগরিষ্ঠ ভোট পাশ হয়।

পাশাপাশি পোশাক নিয়ে আরও বিভিন্ন ধরনের বিধি নিষেধ জারি করা হয়েছে তাজিকিস্তান সরকারের পক্ষ থেকে। তাজিকিস্তানের নতুন আইন অনুসারে, ঈদের দিন রাস্তায় বেরিয়ে শিশুদের আনন্দ উদযাপনে নিষেধ করা হয়েছে। তাজিকিস্তানে ঈদ বা ‘ইদগারদাক’ উৎসবে বিশেষ করে ইদ-উল-ফিতর ও ইদ-উল-আধার দিনে প্রতিবেশীদের বাড়িতে গিয়ে এবং রাস্তায় অভিবাদন জানায় সেখানকার শিশুরা। এই নিয়ম বহুদিনের।

   

আরোও পড়ুন : ভয়ঙ্কর ঘটনা মুর্শিদাবাদের স্কুলে! বন্দুক উঁচিয়ে ক্লাসে হঠাৎ হাজির দুই পড়ুয়া, তারপর …

ঐতিহ্য রীতিনীতি অনুষ্ঠান, সন্তান পালনে শিক্ষক সহ শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা, বাবা মায়ের দায়িত্ব বিষয়ে দেশের আইনের সংশোধনীকে সমর্থন করা হয়েছে বলে জানিয়েছে মজলিসি মিলি প্রেস সেন্টার। নতুন আইনে হিজাবকে “এলিয়েনদের পোশাক” বলে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয় ঈদ উদযাপনকে বিদেশী সংস্কৃতি বলে উল্লেখ করেছে নতুন আইন। বিদেশি সংস্কৃতি দেশ সমর্থন করে না বলে জানানো হয়েছে সে দেশের সরকারের পক্ষ থেকে।

আরোও পড়ুন : একধাক্কায় কমল ২৩ হাজার! ব্যাপক সস্তা Samsung’র এই সেট, স্বল্পমূল্যে মিলবে ফ্লাগশিপ টিচার্স

ইতিপূর্বে ৮ জুন এই বিল পাশ হয় তাজিকিস্তানের সংসদের নিম্নকক্ষ ‘মজলিসি নমোয়ানদাগন’এ। হিজাব এবং ইসলামী পোশাকের উপর সেখানেই নিষেধাজ্ঞা জারি করা হয়। নতুন আইন অনুসারে, শিশুদের পড়াশোনা নিশ্চিত করার পাশাপাশি তাদের সুরক্ষার দিকেও নজর দিতে হবে। শিশুদের সংস্কৃতিমনস্ক করে তুলতে শিক্ষক এবং পড়ুয়াদের ভূমিকার কথা তুলে ধরা হয়েছে আইনে।

হিজাব ব্যবহারের মধ্য দিয়ে চরমপন্থী মনোভাবাপন্ন বিষয়টি জড়িত বলে মনে করে প্রশাসন। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আইন নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হয়। হিজাব সম্পর্কিত আইন মেনে না চললে কিংবা নিষিদ্ধ কোন পোশাক পরিধান করলে মোটা টাকার জরিমানা দিতে হবে এবার থেকে। তাজিক মুদ্রায় (সোমোনি) ৭,৯২০ টাকা থেকে ৩৯,৫০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে নাগরিকদের।

tajikistan has passed a law banning hijab v0 7ydy3rljpr7d1

 

ইতিপূর্বে হিজাব এবং লম্বা দাড়ি রাখার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল তাজিকিস্তান সরকার। তবে এবার আনুষ্ঠানিকভাবে তা নিষিদ্ধ করা হলো। মধ্য এশিয়ার স্থলবেষ্টিত রাষ্ট্র হল তাজিকিস্তান। সেখানকার ৯৬.৪ শতাংশ মানুষ মুসলমান। ২০০৯ সালে ইসলাম ধর্ম সে দেশে সরকারি ধর্ম হিসেবে স্বীকৃতি পায়। তবে তাজিকিস্তানে অন্য যেকোনো ধর্ম পালনের ক্ষেত্রেও পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে নাগরিকদের।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর