বাংলাহান্ট ডেস্ক: অপ্রতিরোধ্য মিঠাই (mithai)। টানা দু মাস ধরে বাংলা সেরার শিরোপা একাই ধরে রেখেছে জি বাংলার এই তুমুল জনপ্রিয় সিরিয়াল। চেষ্টা অনেক করলেও এতদিনে কেউই তাকে টেনে নামাতে পারেনি। এমনকি হেরে ভূত হয়ে গিয়েছে ‘সর্বজয়া’ও। স্বমহিমায় তার জায়গা নিয়েছে নতুন শুরু হওয়া সিরিয়াল ‘উমা’।
এই নিয়ে টানা দু মাস ধরে টিআরপি শীর্ষে রয়েছে মিঠাই। সেরার শিরোপা এখনো কেউ ছিনিয়ে নিতে পারেনি তার থেকে। দ্বিতীয় স্থানে জি বাংলারই অপরাজিতা অপু। তৃতীয় স্থানে চমকে দিয়ে বাজিমাত করেছে নতুন সিরিয়াল উমা। সর্বজয়াকে এক বলেই আউট করে তার জায়গা কেড়ে নিয়েছে ক্রিকেটপ্রেমী উমা।
তবে শীর্ষে থাকলেও অন্যবারের থেকে এবারে পয়েন্ট একটু কমেছে মিঠাইয়ের। এ সপ্তাহে তার সংগ্রহে ১০.৮। মাঝখানে সিদ্ধার্থ ডিভোর্স দেওয়ায় মোদক পরিবার ছেড়ে জনাইতে ফিরে গিয়েছিল মিঠাই। মোদক পরিবারের সঙ্গে সঙ্গে মন খারাপ হয়েছিল দর্শকদেরও। তার জেরেই টিআরপি কিছুটা পড়েছে। তবে এবারে ফের কাছাকাছি এসেছে সিড মিঠাই। দুজনের রোম্যান্সের সঙ্গে বাড়ছে টিআরপিও।
গত সপ্তাহের মতো এবারেও দ্বিতীয় স্থানটি নিজের দখলে রেখেছে অপরাজিতা অপু। এ সপ্তাহে তার সংগ্রহে ৮.৪ পয়েন্ট। তৃতীয় স্থানে অনেকদিন পর উঠে এসেছে করুণাময়ী রাণী রাসমণি। প্রথম দশে থাকলেও টিআরপি একেবারেই কমতির দিকে ছিল এই সিরিয়ালের। অনেকদিন পর ৮.১ পয়েন্ট নিয়ে উমার সঙ্গে তৃতীয় স্থান ভাগ করে নিয়েছে এই সিরিয়াল।
এ সপ্তাহেও করুণ অবস্থা সর্বজয়ার। তবে গত বারের ষষ্ঠ স্থান থেকে এক ধাপ উঠে এবার পঞ্চম স্থান পেয়েছে এই সিরিয়াল। প্রাপ্ত পয়েন্ট ৭.৫। সর্বজয়ার সঙ্গেই পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার আরো দুই সিরিয়াল খড়কুটো ও ধুলোকণা। অপরদিকে নীল ভট্টাচার্যের একটি সিরিয়াল তৃতীয় স্থান পেলেও অপরটি নেমে গিয়েছে অষ্টম স্থানে। মাত্র ৫.৮ নিয়ে টিআরপি লিস্টের নীচের দিকে জায়গা হয়েছে কৃষ্ণকলির। তুলনায় ৬.৫ পয়েন্ট নিয়ে ভাল করেছে এই পথ যদি না শেষ হয়। জায়গা হয়েছে সপ্তম স্থানে। এক নজরে দেখে নিন সম্পূর্ণ তালিকা-
মিঠাই- ১০.৮ (প্রথম)
অপরাজিতা অপু- ৮.৪ (দ্বিতীয়)
উমা- ৮.১ (তৃতীয়)
করুণাময়ী রানি রাসমণি- ৮.১ (তৃতীয়)
যমুনা ঢাকি- ৮.০ (চতুর্থ)
সর্বজয়া- ৭.৫ (পঞ্চম)
ধুলোকণা- ৭.৫ (পঞ্চম)
খড়কুটো- ৭.৫ (পঞ্চম)
মন ফাগুন- ৬.৯ (ষষ্ঠ)
শ্রীময়ী- ৬.৫ (সপ্তম)
এই পথ যদি না শেষ হয়- ৬.৫ (সপ্তম)
গঙ্গারাম- ৫.৮ (অষ্টম)
খেলাঘর- ৫.৮ (অষ্টম)
কৃষ্ণকলি- ৫.৮ (অষ্টম)
মহাপীঠ তারাপীঠ- ৫.৭ (নবম)
কড়িখেলা- ৫.৭ (নবম)
বরণ- ৫.৪ (দশম)
দেশের মাটি- ৫.৪ (দশম)