কোটিপতি হওয়ার সুযোগ! দেখে নিন আজ ‘Dream 11’-এ কিভাবে সেরা একাদশ তৈরি করবেন

বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকে শুরু হচ্ছে 2020 আইপিএলের (IPL) আসর। এবার ভারতের বদলে সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল। আইপিএল শুরুর আগেই আইপিএলের টাইটেল স্পনসর সরে যেতে বাধ্য হয়েছিল চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। কারণ ভারতীয় সেনার ওপর চীনের কাপুরুষের মত আক্রমণের ফলে দেশজুড়ে প্রবল চীন বিরোধিতা শুরু হয়। সেই কারণে এক প্রকার বাধ্য হয়েই আইপিএলে টাইটেল স্পনসর থেকে সরতে হয়েছিল চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভোকে।

ভিভো সরে যাওয়ার পরে আইপিএলে নতুন টাইটেল স্পনসর খুঁজতে শুরু করে বিসিসিআই। সবাইকে টেক্কা দিয়ে এই বছর আইপিএলের নতুন টাইটেল স্পনসর হয়েছে মোবাইল ফ্যান্টাসি লিগ ড্রিম ইলেভেন (Dream 11)।

এই ড্রিম ইলেভেন আসলে একটি মোবাইল ফ্যান্টাসি লিগ। এখানে আপনি নিজের পছন্দমত দল তৈরি করতে পারেন এবং সেই দল নিয়ে বাজী ধরতে পারেন। আপনি যদি সেই বাজিতে জিতে যান তাহলে আপনার কাজে সুযোগ থাকছে কোটিপতি হওয়ার।

74197635

আজ আইপিএল এর ওপেনিং ম্যাচে নামতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং তিনবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এই দুটি দল মিলিয়ে ড্রিম ইলেভেন এর দল তৈরি করে আপনি কোটি টাকা পর্যন্ত বাজি জিততে পারেন। আসুন দেখে নেওয়া যাক এই দুই দল মিলিয়ে কিভাবে সেরা দল তৈরি করবেন ড্রিম ইলেভেনে?
আজকের ড্রিম ইলেভেন দল:-
রোহিত শর্মা, ডি’কক, আম্বাতি রায়াডু, শেন ওয়াটসন, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, কুনাল পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, পীযূষ চাওলা।

Udayan Biswas

সম্পর্কিত খবর