দীর্ঘ মেকআপের পর হত রূপ বদল, আল্লু অর্জুন থেকে ‘পুষ্পারাজ’ হয়ে ওঠার ভিডিও ভাইরাল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বক্স অফিসে অবিশ্বাস‍্য রকমের সাফল‍্য পেয়েছে আল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘পুষ্পা: দ‍্য রাইজ’ (Pushpa The Rise)। ছবির গল্পের পাশাপাশি আল্লু ওরফে পুষ্পারাজের হাঁটা, নাচের বিশেষত্ব থেকে শুরু করে ছবির গান, সংলাপ সবই তুমুল জনপ্রিয় হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। ক্রিকেটের মাঠ থেকে বিদেশের মাটি পর্যন্ত পৌঁছে গিয়েছে পুষ্পার উন্মাদনা।

এর মাঝেই আল্লুর একটি ভিডিও দারুন ভাইরাল হয়েছে নেটমাধ‍্যমে। সেখানে দেখা গিয়েছে কীভাবে আল্লু অর্জুন থেকে পুষ্পারাজ হয়ে উঠছেন তিনি। ছবিতে এক্কেবারে অন‍্য লুকে দেখা গিয়েছে অভিনেতা। তার জন‍্য প্রতিদিন তাঁকে দীর্ঘ মেকআপ এর মধ‍্যে দিয়ে যেতে হত।


ভিডিওর শুরুতেই দেখা যায় নিজের গাড়ি থেকে নেমে সোজা ভ‍্যানিটি ভ‍্যানে গিয়ে মেকআপে বসছেন আল্লু। মেকআপের শেষে তাঁর লুকটাই সম্পূর্ণ বদলে যায়। আল্লু অর্জুনের রূপ বদলানোর নেপথ‍্যে যে তাঁর মেকআপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্টের অবদান অনেক তা এই ভিডিওতেই স্পষ্ট হয়ে যায়।


এই পুরো মেকআপটার জন‍্য একটা লম্বা সময় দিতে হত আল্লুকে। তাও আবার রোজ। রীতিমতো সূক্ষ্ম কাজও অত‍্যন্ত দক্ষতার সঙ্গে করতে দেখা গিয়েছে অভিনেতার মেকআপ আর্টিস্টকে। মেকআপ শেষে নিজেকে পুষ্পারাজের অবতারে দেখে বেশ খুশি হতে দেখা যায় আল্লু অর্জুনকে। ভিডিওটি এই মুহূর্ত ভাইরাল নেটপাড়ায়।

https://www.instagram.com/tv/CZx-DWKgWF_/?utm_medium=copy_link

 

এর আগে আল্লু অর্জুন বলেছিলেন, তাঁর অনুরাগীদের সঙ্গে খুবই ভাল সম্পর্ক। অনুরাগীরা তাঁর বর্ধিত পরিবারের মতো। আর পরিবার বাড়ার সঙ্গে সঙ্গে দায়িত্বও বেড়েছে। ভক্তদের মনে যদি কোনো রকম আঘাত লাগে তার জন‍্যও তিনি নিজেকেই দায়ী মনে করবেন বলে জানান আল্লু।

অভিনেতার মতে, যাদের জন‍্য তিনি আজ এই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন তাদের জন‍্য কমবেশি কিছু করতে পারলে নিজেকেই ধন‍্য মনে করেন তিনি। আল্লু স্পষ্ট জানান, তিনি যখনি কোনো মূলধারার ছবির প্রস্তাব পান, তখন আগে এটা নিশ্চিত করেন যেন ছবিটি দেখার সময় শিশু ও মহিলারা অস্বস্তিতে না পড়েন। তিনি বলেন, এমন কোনো ছবিতে তিনি কখনোই কাজ করবেন না যেটা তিনি নিজের স্ত্রী সন্তানের সঙ্গে বসে দেখতে না পারেন

X