কোচবিহার থেকে মুম্বই, দেখে নিন মৌনির মুম্বইয়ের বিলাসবহুল ফ্ল্যাটের অন্দরমহল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মৌনি রায় এখন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। প্রথমে ধারাবাহিক দিয়ে কাজ শুরু করেন তিনি। সেখানেও বেশ জনপ্রিয়তা পান মৌনি। তাঁর অভিনীত নাগিন ধারাবাহিকের চরিত্র এথনও মনে গেঁথে রয়েছে মানুষের। তারপরেই পান বিগ ব্রেক। অক্ষয় কুমারের বিপরীতে গোল্ড ছবিতে অভিনয় করার সুযোগ পান তিনি। চরিত্রটি ছোট হলেও স্বল্প সময়েই নিজের অভিনয় দক্ষতা প্রকাশ করেছিলেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/B8qsuN3JEuB/?utm_source=ig_web_copy_link

এখন পাকাপাকি ভাবে মুম্বইয়ের বাসিন্দা হলেও আগে কোচবিহারে থাকতেন এই বঙ্গকন্যা। অভিনয় জগতে পা দেওয়ার পর মুম্বইয়ে থাকতে শুরু করেন তিনি। এখন মুম্বইয়ে একটি ফ্ল্যাটও কিনেছেন মৌনি। সেখানে পরিবারের সঙ্গে থাকেন তিনি। সম্প্রতি তাঁর সেই ফ্ল্যাটেরই বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। আর সেই সব ছবি দেখেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। রীতিমতো বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন মৌনি।

ভাইরাল ছবিগুলোর কোনওটাতে দেখা যাচ্ছে, ড্রয়িংরুমের সোফায় বসে বই পড়ছেন অভিনেত্রী। আবার কোনওটায় দেখা যাচ্ছে, ভাইয়ের সঙ্গে বসে তাঁর গিটার বাজানো শুনছেন মৌনি। তাঁর ফ্ল্যাট এতই সুন্দর ভাবে সাজানো যে সেখানে অনায়াসেই ফটোশুট করা যায়। আর সেটাই করেন মৌনি রায়। নিজের ফ্ল্যাটে করা তাঁর বেশ কয়েকটি ফটোশুট ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ফ্ল্য়াটের বেশিরভাগ দেওয়ালই সাদা রেখেছেন মৌনি। রয়েছে উডেন ফ্লোর। অবসর সময়ে ফ্ল্যাটের ব্যালকনিতেই থাকতে বেশি পছন্দ করেন তিনি। বিশেষ করে ব্যালকনি থেকে বৃষ্টি দেখতে খুবই পছন্দ করেন মৌনি।

প্রসঙ্গত, অনেকেই হয়তো জানেন না দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন মৌনি। তারপর অভিনয় জগতে পদার্পণ করেন তিনি। মৌনির মা মুক্তি রায় একজন থিয়েটার অভিনেত্রী। দাদু শেখর চন্দ্র রায়ও একসময় যাত্রা করতেন। বোঝাই যায়, অভিনয়টা তাঁর রক্তেই রয়েছে। প্রথমবার একতা কাপুরের প্রযোজনায় কিউকি সাস ভি কভি বহু থি ধারাবাহিকে দেখা যায় মৌনিকে।

সম্পর্কিত খবর

X