ইন্ডাট্রিতে মেয়াদ মোটে পাঁচ বছর, দেশবাসীকে ক্রাশ খাইয়েই কোটি টাকার মালকিন রশ্মিকা মন্দানা

বাংলাহান্ট ডেস্ক: ‘পুষ্পা’র নজিরবিহীন সাফল‍্যের পর জনপ্রিয়তার চূড়ায় রয়েছেন রশ্মিকা মন্দানা (rashmika mandana)। করোনা কালেও বক্স অফিসে দুর্দান্ত ব‍্যবসা করেছে এই তেলুগু ছবি। সদ‍্য বলিউডেও পা রেখেছেন রশ্মিকা। একগুচ্ছ নতুন হিন্দি ছবিতে দেখা যাবে তাঁকে। সব মিলিয়ে সময়টা মন্দ কাটছে না ‘জাতীয় ক্রাশ’এর। এত কম বয়সে, অল্প সময়ে যে পরিমাণ সাফল‍্য তিনি পেয়েছেন তা সত‍্যিই প্রশংসার যোগ‍্য। চলুন আজ জেনে নিই রশ্মিকার মোট সম্পত্তির পরিমাণ কত।

২০১৬ তে ‘কিরিক পার্টি’ নামে একটি কন্নড় ছবির হাত ধরে অভিনয়ে পা রেখেছিলেন রশ্মিকা। সেই ছবিটি ব‍্যাপক হিট হলেও মূলত ‘গীত গোবিন্দম’ ছবিতে অসাধারন অভিনয় দক্ষতায় সবার নজর কাড়েন রশ্মিকা। তারপরেই খ‍্যাতির শীর্ষে ওঠেন তিনি। সাফল‍্যের সঙ্গে সঙ্গে ধাপে ধাপে বেড়েছে তাঁর পারিশ্রমিকের অঙ্কটাও।

maxresdefault 2 20
শোনা যায়, ৩-৪ কোটি টাকার কমে এক একটি ছবি করেন না রশ্মিকা। দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের মধ‍্যে এটাই সবথেকে বেশি পারিশ্রমিকের তালিকায় অন‍্যতম। তবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত পুষ্পার বক্স অফিস সংগ্রহের কথা মাথায় রেখে এই ছবিতে অভিনয়ের জন‍্য প্রায় দশ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন রশ্মিকা।

সূত্রের খবর মানলে, এই মুহূর্তে রশ্মিকার আনুমানিক ৩০ কোটি টাকার মালকিন, বলিউড অভিনেত্রীদের তুলনায় নেহাত কম নন ‘ডিয়ার কমরেড’ নায়িকা। একাধিক বাড়ি রয়েছে তাঁর। এর মধ‍্যে ব‍্যাঙ্গালোরে রয়েছে একটি। জনপ্রিয় টুরিস্ট স্পট গোয়াতেও একটি বাড়ি রয়েছে অভিনেত্রীর। এছাড়াও রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। মার্সিডিজ বেঞ্জ, হুন্ডাই, অডির মতো গাড়ি রয়েছে রশ্মিকার কাছে। ছবিতে অভিনয়ের পাশাপাশি একাধি বিজ্ঞাপনেরও মুখ তিনি।

Untitled design 97 1
মিশন মজনু ছবির হাত ধরেই হিন্দি ছবির জগতে পা রাখছেন রশ্মিকা। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। এখানেই শেষ নয়। আরো এক সুখবর দিয়েছেন অভিনেত্রী। অমিতাভ বচ্চনের সঙ্গেও স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি। গুডবাই ছবিতে বিগ বির মেয়ের চরিত্রে দেখা যাবে রশ্মিকাকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর