বিশ্ব ক্রিকেটে এমন কয়েক জন বোলার রয়েছেন যাদের বোলিংয়ের গতিকে বন্দুকের গুলির সাথে তুলনা করা হয়। যাদের বলের গতির সামনে অনেক তাবড় তাবড় ব্যাটসম্যানও ব্যাটিং করতে ভয় পায়। এক নজরে দেখে নিন তেমনি কয়েক জন বোলারদের তালিকা, যাদের বলের গতি ক্রিকেট ইতিহাসের পাতায় লেখা আছে।
তৃতীয়: বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বোলারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার দীর্ঘদেহী জোরে বোলার শন টেইট। ইংল্যান্ডের বিরুদ্ধে 2010 সালে একটি ওয়ানডে ম্যাচে প্রতি ঘন্টায় 161.10 কিলোমিটার বেগে বোলিং করেছিলেন তিনি। ক্রিকেট ইতিহাসে এটাই হচ্ছে তৃতীয় জোরে বল।
দ্বিতীয়: বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা বোলার ব্রেট লি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2005 সালে একটি ওয়ানডে ম্যাচে প্রতি ঘন্টায় 161.10 কিলোমিটার বেগে বোলিং করেছিলেন তিনি। ক্রিকেট ইতিহাসে এটাই হচ্ছে দ্বিতীয় জোরে বল।
প্রথম: বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বোলারদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন পাকিস্তানের অন্যতম সেরা বোলার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার। আইসিসি 2003 ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে শোয়েব আখতার প্রতি ঘন্টায় 161.30 কিলোমিটার বেগে বোলিং করেছিলেন। ক্রিকেট ইতিহাসে এটাই হচ্ছে সর্বোচ্চ গতিবেগের বল। সতেরো বছর ধরে এই রেকর্ডটি ভাঙ্গতে পারেন নি কোনো বোলার।